ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ক্যানসার সারাবে প্রযুক্তি!

মৃদুল কান্তি রায়

সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ , ১২:৩৯ পিএম


loading/img

মানব সভ্যতায় ধাপে ধাপে কত না উৎকর্ষ ঘটিয়ে চলেছে বিজ্ঞান-প্রযুক্তি। প্রশ্ন উঠতেই পারে, প্রাণঘাতি ক্যানসার নিরাময়ে কতটা কী অগ্রগতি যোগ হলো বিজ্ঞানীদের গবেষণায়? হ্যাঁ, সুখবর একটা দেয়া যেতে পারে।

বিজ্ঞাপন

টেক জায়ান্ট মাইক্রোসফটের ল্যাবগুলোতে প্রকৌশলী ও বিশেষজ্ঞরা এখন আর সফটওয়্যার, অ্যালগরিদম, প্রোগ্রামিং নিয়েই ব্যস্ত নয়। এরই মধ্যে একদল গবেষক কাজে লেগে গেছেন জটিল রোগ ক্যানসার প্রতিরোধে।

বর্তমানে ক্যানসারের চিকিৎসায় রোগের ধরন অনুযায়ী কেমো থেরাপিসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কিন্তু অন্য অসুখের মতো ওষুধ খেলে রোগী সেরে উঠবেন, সেই উপায় আবিষ্কারে চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এমন প্রয়াসে যুক্ত হলো টেক জায়ান্ট মাইক্রোসফট। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তারা ভাঙতে চাইছেন ক্যানসার কোড।

মাইক্রোসফট গবেষকরা বলছেন, ক্যানসার হচ্ছে কম্পিউটার ভাইরাসের মতো। কম্পিউটার যখন ভাইরাসে আক্রান্ত হয়, তখন ভাইরাস তাড়াতে দরকার হয় অ্যান্টি-ভাইরাস। ভাইরাসের ধরন অনুযায়ী প্রোগ্রাম করে তৈরি করা হয় অ্যান্টিভাইরাস। তেমনিভাবে ‘ক্যানসার’ ভাইরাসের কোড বের করা গেলে, অ্যান্টি-ভাইরাসের মতো সেটির প্রতিষেধকও বের করা সম্ভব।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের মতো করে ভাবতে পারা, সমাধান বের করতে পারা। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে যখন কম্পিউটারে প্রোগ্রাম করা হয়, সেটিই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিজ্ঞাপন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রধান একটি অংশ হচ্ছে ‘মেশিন লার্নিং। সহজভাবে বললে, কম্পিউটারকে শেখানো। এ ধাপে বিভিন্ন ধরনের ডেটা কম্পিউটারে ইনপুট করা হয়। এরপর সেটিকে কোনো সমস্যা সমাধানের জন্য দিলে, সে তার শেখা ডেটা অনুযায়ী মানুষের মতো চিন্তাশক্তি কাজে লাগিয়ে সমাধান দেয়।

বিজ্ঞাপন

চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রায় প্রযুক্তির অবদান অনস্বীকার্য। সেই গতিকে আরো ত্বরান্বিত করতে, ক্যানসার নিরাময়ে আরো সহজ উপায় বের করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কতটা সফল হবে, তা সময়ই বলে দিবে।

 

এম/ এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |